সিলেটের পাথর কুয়ারী লুটপাটে জামায়াত জড়িত নয়: প্রমাণের চ্যালেঞ্জ নেতৃবৃন্দের

- আপডেট সময় : ০৩:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 183
সিলেটের আলোচিত সাদা পাথরের কুয়ারী লুটপাটে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা।
বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকাশিত খবরের সত্যতা প্রমাণে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “মিথ্যা সংবাদ ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাদের দায়িত্বশীলদের বিভ্রান্তিমূলকভাবে উপস্থাপন করার পেছনে একটি সুপরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। জামায়াত এই ষড়যন্ত্রের জবাব কঠোরভাবে দেবে।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, “আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, পাথর কুয়ারীর সাথে আমাদের দুই দায়িত্বশীলের ন্যূনতম সম্পর্কও নেই। আমরা এই অপপ্রচারের নিন্দা জানাই এবং যারা এ ধরনের মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন:জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরও বলেন, যদি কোনো পত্রিকা বা সাংবাদিকের কাছে প্রমাণ থাকে, তারা তা প্রকাশ্যে উপস্থাপন করুন। নতুবা জাতির সামনে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা আইন, রাজনীতি ও সামাজিকভাবে সকল দিক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবো।
এ সময় জামায়াত নেতারা স্পষ্ট করে বলেন যে, জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন, যাদের কর্মসূচি জনসেবা, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং পাথর খাত বা অন্য কোনো অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জামায়াত বা তাদের কোনো দায়িত্বশীল সদস্য জড়িত – এমন ধারণা সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর।
জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর শাখা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে দিয়ে বলেন, তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতি ও ন্যায়ের পরিপন্থী। ভবিষ্যতে যেন আর এ ধরনের অপপ্রচার চালানো না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।