তাহিরপুরে জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত
দুর্নীতি ও অপশাসনের কারণে দেশ পিছিয়ে আছে — এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন

- আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / 208
বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর সম্ভাবনাময় একটি দেশ হলেও দুর্নীতি ও অপশাসনের কারণে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসে তবে বাংলাদেশকে সত্যিকারের সোনার দেশে রূপান্তর করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ আজ ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রত্যাশায় জামায়াতে ইসলামী’র দিকে তাকিয়ে আছে। ইতোমধ্যেই জামায়াত সৎ ও দেশপ্রেমিক শক্তি হিসেবে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। আগামী দিনে জনগণের ভোটে একটি সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিজয় হবেই ইনশাআল্লাহ।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। তাঁর নীতি ছিল— আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আজ মানুষ সেই একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না।
প্রধান অতিথি এড মুহাম্মদ শামস উদ্দিন আরও বলেন, “আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন-সুন্নাহর বিধান চালু করতে পারি, তাহলেই মানুষের প্রকৃত মুক্তি আসবে, দেশ ও সমাজে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরে আসবে। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টাই অব্যাহত রেখেছে।
তিনি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, একইসঙ্গে অধিকার আদায়ের লড়াইও চলবে। মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব তৈরির কাজ করছে।”
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মু. রুকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মু. মুসলিম উদ্দিন তালুকদার ।
সম্মেলনে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।