উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন -সভাপতি তারা মিয়া, সম্পাদক ফজলুল হক

- আপডেট সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 149
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান তারা মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফজলুল হক।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মরম আলী এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, “আমি সবাইকে সাথে নিয়ে ২ নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো।
অন্যদিকে সভাপতি তারা মিয়া বলেন, “আমি বিএনপি পরিবারের সন্তান। আমি উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রদলের মাধ্যমেই আমার রাজনৈতিক হাতেখড়ি। দীর্ঘ দিন ধরে ধারাবাহিকভাবে মূল দলের রাজনীতিতে সক্রিয় আছি। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের তুলনায় আমি সিনিয়র।
গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। তখন অনেকেই আত্মীয়-স্বজন নিয়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করলেও আমরা কখনও আপোষ করিনি। দল আমার ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করেছে।
তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ২ নং ওয়ার্ডকে বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করবো।