সকল ধর্মের মানুষের পূর্ণ অধিকার নিশ্চিত করা হবে – তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ১২:২৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 58
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিককে সমান মর্যাদা ও পূর্ণ অধিকার ভোগের নিশ্চয়তা দেবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তোফায়েল আহমদ খান বলেন,জামায়াতে ইসলামী সবসময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সংগ্রাম করেছে। শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা ও সেবাসহ মানুষের প্রতিটি চাহিদা পূরণে আমরা অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা অপরিহার্য।
তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থেকে জামায়াতকে সমর্থন জানাবে বলে আমি বিশ্বাস করি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ—এডভোকেট দীলিপ, শ্যামল দা, মনমোহনসহ আরও অনেকে।
সভা শেষে তোফায়েল আহমদ খান জয়শ্রী, জারাকোনা, সানবাড়ি ও আশপাশের গ্রামে উঠোন বৈঠক ও গণসংযোগে অংশ নেন। তিনি স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন, তাদের সমস্যার খোঁজখবর নেন এবং উন্নয়ন-অঙ্গীকার তুলে ধরেন।
এসব কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ভাটি বাংলার মাটি ও মানুষের মুখপাত্র উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান ইনশাআল্লাহ আগামীর সংসদ সদস্য নির্বাচিত হবেন।