তাহিরপুরে শান্তিপুরের অবৈধ বালু চুরিতে আটক ৩

- আপডেট সময় : ০১:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 83
তাহিরপুরে শান্তিপুরের অবৈধ বালু চুরিতে ৩ জনকে আটক করেছে তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ আলম শান্তনু মোবাইল কোটের মাধ্যমে।
১৮ (সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে ৩ জন আসামি করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন জন হলেন
লাকমা গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র আব্দুল কাদির (৪৫), লাকমার নতুন পাড়ার মহর উদ্দিনের পুত্র আব্দুন নুর(৩৫), ট্যাকেরঘাটের মো: রিয়াজ উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন (৩৬) তিন জনেই তাহিরপুর থানা সুনামগঞ্জের বাসিন্দা।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক উক্ত আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৩ (তিন) মাসের কারাদন্ডে দণ্ডিত করা হয়।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান মানিক ও শাহরুখ আলম শান্তনু ।