গাজিনগরী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জমিয়তের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 44
সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, একজন আলেম হত্যার ঘটনা কোনোভাবেই সহ্য করা যায় না। আমরা দাবি করছি, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক।
এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম ও জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন হয়নি এবং মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।