তাহিরপুরে সহকারী শিক্ষিকা তিন দিনের ছুটি নিয়ে অনুপস্থিত ১১ দিন; শিক্ষা ব্যবস্থার বেহাল দশা

- আপডেট সময় : ০৪:০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 291
তাহিরপুরে জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিজয়া রানী দাস তিন দিনের ছুটি নিয়ে অনুপস্থিত ১১ দিন।
২৪(সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ ঘটিকায় সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা বিজয়া রাণী দাশ কে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
১৪ সেপ্টেম্বর থেকে১৬ই সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনের একটি লিখিত অ্যাপ্লিকেশন পাওয়া গেলেও সেখানে প্রধান শিক্ষিকার কোন স্বাক্ষর পাওয়া যায়নি।
তাহিরপুর উপজেলার শিক্ষা অফিসার মো: সোলেমান হোসেন সাথে মোবাইল ফোনে বারবার চেষ্টা করার পর তিনি জানান আমার নিকট বিজয়া রাণী দাশ কোন অ্যাপ্লিকেশন বা মোবাইল ফোনে ছুটি নেননি।
উপজেলার শিক্ষা সহকারী অফিসার মোঃ আব্দুল আউয়াল জানান আমার কাছ থেকে বিজয়া রাণী দাশ কোন ধরনের ছুটি নেননি।এমনকি জামলাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অলী রাণী রায় কোন অবগত করেনি।
এভাবে দেখা যাচ্ছে তাহিরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষক-শিক্ষিকার দায়িত্বের প্রতি অনেক অবহেলা পাওয়া যায়। যাহা ছাত্র-ছাত্রীদের পাঠদানে ব্যাহত হচ্ছে। জামলাবাজের এক অভিভাবক বলেন আমাদের স্কুলটাতে কয়েকজন ব্যতীত সময়মত স্কুলে আসছেন না। এক, দুদিন একজন আসলে অন্যদিন অন্যজন আসেন না। এলাকাবাসী এসমস্ত অবহেলা থেকে পরিত্রাণের জোর দাবি জানান। শিক্ষক শিক্ষিকারা যদি নিয়মিত না আসেন তাহলে আমাদের বাচ্চারা শিক্ষা পাবে কোথায়?