বালিজুরি ইউনিয়নে উলামা বিভাগের সিরাত মাহফিল
রাসুল (সা.) এর আদর্শ সমাজ ও রাষ্ট্র জীবনে ধারণ করতে হবে — তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ১১:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 220
তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের স্থানীয় মাদরাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিজুরি ইউনিয়ন উলামা বিভাগের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, “ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্র জীবনে রাসুলুল্লাহ (সা.) এর আদর্শ ধারণ করতে হবে। তাঁর আদর্শই মানবজাতিকে মুক্তির পথে পরিচালিত করতে সক্ষম।
মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আশরাফুল আলম নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, বিশ্বম্ভপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা হারিছ উদ্দিন ও তাহিরপুর উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ক্বারী শাহজাহান।
বক্তারা সিরাতুন্নবী (সা.) এর আলোকে ইসলামী জীবনব্যবস্থা অনুসরণ ও সামাজিক ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।