দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র
লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো?

- আপডেট সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 138
ঢাকায় শাহবাগের সমাবেশে যারা উপস্থিত থাকবে তাদেরকে এক লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভর্তি করে লোক আনা হয়েছিল।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এমন প্রায় তিনশোরও বেশি বাস, মাইক্রোবাস আটক করেছে পুলিশ।
ঋণের আশায় যারা এই সমাবেশে যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা।
কিশোরগঞ্জের কুলিয়ার চরের জাকির হোসেন ভূঁইয়া সাভারের একটি গার্মেন্টসে কাজ করেন। তিনিও এসেছিলেন এসেছিলেন এই ‘ঋণ সমাবেশে’ যোগ দিতে।
যারা আসছে তারা অনেক কিছুই জানে না। গ্রামের নারী এমনকি গর্ভবতী নারীরাও কিছু না বুঝে এসেছে তখন এটিকে সাদা চোখে দেখার কোন সুযোগ নাই। এটা স্পষ্ট ষড়যন্ত্র।’
তাহলে কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত বিষয়টি সরকার বিরোধী ষড়যন্ত্র বোঝা যাচ্ছে। কিন্তু তৃণমূলে কারা তাদের সংগঠিত করেছে তা তৃণমূল থেকে তদন্ত করে বের করতে হবে।
বুধবার মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিক বাস মাইক্রোবাস শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটকের কথা জানায় পুলিশ।
এত সংখ্যক গাড়ি শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর কেন পুলিশ তা জানতে পারলো না প্রশ্ন রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মি. আহমেদ।
‘স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে গোয়েন্দা নজরদারির ঘাটতি রয়েছে। তা না হলে আগে থেকে অনুমতি চাওয়া হলো, না পেয়ে এত গাড়ি ঢুকলো তারপরও কেন গোয়েন্দা বাহিনী এই খবর জানবে না?’ বলছিলেন তিনি।
যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিষয়টি তারা যখনই জেনেছেন তখনই পদক্ষেপ নিয়েছেন।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। এটাকে ষড়যন্ত্রই মনে হচ্ছে।’
তাহলে কারা এর সাথে জড়িত? এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন আহ্বায়ক মোস্তফা আমীনসহ আরো বেশ কয়েকজনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি জানান, তথ্য যাচাই বাছাই শেষে এর সাথে কারা কারা জড়িত কিংবা কোনো রাজনৈতিক দলের ইন্ধনে করা হয়েছে কি না সেটি জানানো হবে।
সূত্র : বিবিসি