সুনামগঞ্জ ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ ছাত্তার – তাহিরপুরে আগুনে পুড়ল প্রাণী সম্পদ অফিসের মোটরসাইকেল দুর্যোগ মোকালোয় রেড ক্রিসেন্ট‘র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রেনেসাঁ ইসলামিক সোসাইটির উদ্যোগে ফ্রি ব্লাডগ্রুপ নির্নয় তাহিরপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর, ১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি  পুরান বারুংকা মডেল মাদরাসায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র হামদ নাত ক্বিরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন সততা ও দক্ষতা ব্যবসার মূল পূঁজি : মোঃ শহিদুল ইসলাম ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার দোয়ারাবাজারের ইউএনও নেহের নিগার তনু’র প্রত্যাহারের দাবিতে বিভাগীয় কমিশনারের বরাবর আবেদন

মানুষ গড়ার কারিগরদের সংসার চলে কিভাবে-মেজর মাহফুজুর রহমান সবুজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ গড়ার কারিগরদের সংসার চলে কিভাবে

মহান আল্লাহ্‌ তায়ালা সকল জীবের রিযিকের দায়িত্ব নিয়েছেন। তবে এই রিযিকের সন্ধানের জন্য সকল জীবকেই আবার তাগাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌ আমরা আশ্রাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ্’র দেওয়া উত্তম পন্থায় রিযিকের সন্ধান করছি বা করি।

পৃথিবীতে মানুষের পেশার মধ্যে যে পেশাগুলো উত্তম হিসেবে স্বীকৃত তাদের মধ্যে উত্তম পেশা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকগকে আমরা মন থেকে সম্মান জানালেও তাদের সংসার কিভাবে চলছে তা কখনও চিন্তা করি না। তাদের আমরা আবেগি সম্মান দেখাতে মানুষ গড়ার কারিগর বললেও দ্রব্যমূল্যের উরদ্ধগতির এই দিনে মোটা চালের ভাত আর মাছ ছাড়া আলুর তরকারী খাওয়ার খুঁজটা নিচ্ছি না।

তাদের সংসারে একটা ডিম কেটে ভাগ করে তরকারী রান্না করে খাওয়ার খোঁজ নিতে শিক্ষিত নেতাদের আমি বিনীত অনুরোধ করছি। আমার এই আবেদনটি একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমপিও ভুক্ত শিক্ষক এবং প্রভাষকের জন্য। তাদের পেশা ও সম্মানের মূল্যায়ন তখনই হবে যখন সংসদে তাদের জন্য আলাদা বেতন স্কেল চালু করার প্রস্তাব পাশ হবে। বর্তমান বেতন কাঠামোতে তাদের সংসার চলে কিভাবে?

পাঁচসদস্যের পরিবারের সংসার চালাতে যেখানে মাসিক প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন সেখানে একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমপিও ভুক্ত শিক্ষক এবং প্রভাষকের বর্তমান বেতনে সংসার চলে কিভাবে আমার চিন্তা করতেই কষ্ট হয়। তবুও সরকারি সিন্ধান্তকে মেনে যারা এই মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজে আলো ছড়িয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।

একজন শিক্ষক তার এস এস সি অথবা এইচ এস সি পাশ ছাত্র যদি কোন সরকারি অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদেও চাকুরী পায় তিনি অত্যন্ত খুশি হন আনন্দে অশ্রু ফেলে ছাত্রের সফল জীবন কামনা করেন। কিন্তু ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকুরী করা ছাত্রের ছেলে/মেয়ে যখন নতুন জামা পড়ে ঈদ জামাতে যায় তখন পুরাতন জামা পরিহিত শিক্ষকের ছেলে/মেয়ের কাছে বাবা হিসেবে শিক্ষকের সম্মানটা কোথায় থাকে এটা ভাবতেও আমি আবেগপ্লুত হই।

একটা একান্নবর্তী শিক্ষকের সংসারের মৌলিক চাহিদার খরচঃ

একটা ছোট তিন রুমের বাসা ভাড়া= ৮,০০০/-, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট খরচ= ৫,০০০/-, সন্তানের লেখাপড়া খরচ=৮,০০০/-, কর্মস্থলে যাতায়াত খরচ= ৩,০০০/-, সন্তানদের স্কুলের টিফিন পোশাক খরচ=৩,০০০/-, মোটা চাউলের দাম=৫,০০০/-, শুধু আলুর তরকারী খরচ=৪,৫০০/-, ডিম ভাগ করে তরকারী রান্না খরচ=৪,০০০/-, ইমারজেন্সি মেডিসিন খরচ=২,৫০০/-, ডিশ, কাজের বুয়া, ময়লা ফেলা, পৌর ট্যাক্স বাবদ খরচ=৩,০০০/-, বৃদ্ধ মা, বাবার খোঁজ নেওয়া কিছু ঔষধ কিনে দেওয়া বাবদ খরচ=১,৫০০/- সর্বমোট খরচ=৪৭,৫০০/-। এই যদি হয় সংসারের অংক তাহলে এই মানুষ গড়ার কারিগরদের বর্তমান বেতনের অংকের কথা চিন্তা করে আমি আবারও হতাশা অনুভব করি।

খেলার মাঠে প্রতিবেশী চতুর্থ শ্রেণীর কর্মচারীর ছেলে-মেয়েটা যখন আমাদের শিক্ষাগুরুর অবুঝ ছেলে-মেয়ের সাথে গরুর মাংসের তরকারীর স্বাধ আর চিকেন গ্রীলের মজার কথা বলে তখন সন্ধ্যায় শিক্ষাগুরুর সম্মানটা কোথায় থাকে? এটা ভাবলেও আমি আবেগপ্লুত হই ঠিকই কিন্তু পরক্ষনেই ভাবি আমি এটা ভাবার কে? আবার প্রবল কষ্টে প্রতিজ্ঞা করি, এই নিয়ে চিন্তা করার সুযোগ কি জীবনের কোন এক সময়ে পাব?

আমি বিশ্বাস করি, শিক্ষক সুখে থাকলেই একটা দেশ পাবে গুনগত মানসম্মত নৈতিক শিক্ষিত জাতি। আর একটা নৈতিক গুনগত মানসম্মত শিক্ষিত জাতি যে কোন সময়ই একটা উন্নত দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। নৈতিক ও কর্মমুখী মানসম্মত শিক্ষিত জাতি গঠন করতে না পারলে আমরা হতাশাগ্রস্থ নৈতিক শিক্ষাহীন শিক্ষিত বেকারদের নেশা, বেহায়াপনা আর শিক্ষিতদের দুর্নীতির অতল গহীনে হারিয়ে যাব দিনে দিনে।

-মেজর মাহফুজুর রহমান সবুজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষ গড়ার কারিগরদের সংসার চলে কিভাবে-মেজর মাহফুজুর রহমান সবুজ

আপডেট সময় : ০৮:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

মানুষ গড়ার কারিগরদের সংসার চলে কিভাবে

মহান আল্লাহ্‌ তায়ালা সকল জীবের রিযিকের দায়িত্ব নিয়েছেন। তবে এই রিযিকের সন্ধানের জন্য সকল জীবকেই আবার তাগাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌ আমরা আশ্রাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ্’র দেওয়া উত্তম পন্থায় রিযিকের সন্ধান করছি বা করি।

পৃথিবীতে মানুষের পেশার মধ্যে যে পেশাগুলো উত্তম হিসেবে স্বীকৃত তাদের মধ্যে উত্তম পেশা হচ্ছে শিক্ষকতা। শিক্ষকগকে আমরা মন থেকে সম্মান জানালেও তাদের সংসার কিভাবে চলছে তা কখনও চিন্তা করি না। তাদের আমরা আবেগি সম্মান দেখাতে মানুষ গড়ার কারিগর বললেও দ্রব্যমূল্যের উরদ্ধগতির এই দিনে মোটা চালের ভাত আর মাছ ছাড়া আলুর তরকারী খাওয়ার খুঁজটা নিচ্ছি না।

তাদের সংসারে একটা ডিম কেটে ভাগ করে তরকারী রান্না করে খাওয়ার খোঁজ নিতে শিক্ষিত নেতাদের আমি বিনীত অনুরোধ করছি। আমার এই আবেদনটি একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমপিও ভুক্ত শিক্ষক এবং প্রভাষকের জন্য। তাদের পেশা ও সম্মানের মূল্যায়ন তখনই হবে যখন সংসদে তাদের জন্য আলাদা বেতন স্কেল চালু করার প্রস্তাব পাশ হবে। বর্তমান বেতন কাঠামোতে তাদের সংসার চলে কিভাবে?

পাঁচসদস্যের পরিবারের সংসার চালাতে যেখানে মাসিক প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন সেখানে একজন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমপিও ভুক্ত শিক্ষক এবং প্রভাষকের বর্তমান বেতনে সংসার চলে কিভাবে আমার চিন্তা করতেই কষ্ট হয়। তবুও সরকারি সিন্ধান্তকে মেনে যারা এই মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজে আলো ছড়িয়ে যাচ্ছেন আমি তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।

একজন শিক্ষক তার এস এস সি অথবা এইচ এস সি পাশ ছাত্র যদি কোন সরকারি অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী পদেও চাকুরী পায় তিনি অত্যন্ত খুশি হন আনন্দে অশ্রু ফেলে ছাত্রের সফল জীবন কামনা করেন। কিন্তু ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকুরী করা ছাত্রের ছেলে/মেয়ে যখন নতুন জামা পড়ে ঈদ জামাতে যায় তখন পুরাতন জামা পরিহিত শিক্ষকের ছেলে/মেয়ের কাছে বাবা হিসেবে শিক্ষকের সম্মানটা কোথায় থাকে এটা ভাবতেও আমি আবেগপ্লুত হই।

একটা একান্নবর্তী শিক্ষকের সংসারের মৌলিক চাহিদার খরচঃ

একটা ছোট তিন রুমের বাসা ভাড়া= ৮,০০০/-, গ্যাস, পানি, বিদ্যুৎ, ইন্টারনেট খরচ= ৫,০০০/-, সন্তানের লেখাপড়া খরচ=৮,০০০/-, কর্মস্থলে যাতায়াত খরচ= ৩,০০০/-, সন্তানদের স্কুলের টিফিন পোশাক খরচ=৩,০০০/-, মোটা চাউলের দাম=৫,০০০/-, শুধু আলুর তরকারী খরচ=৪,৫০০/-, ডিম ভাগ করে তরকারী রান্না খরচ=৪,০০০/-, ইমারজেন্সি মেডিসিন খরচ=২,৫০০/-, ডিশ, কাজের বুয়া, ময়লা ফেলা, পৌর ট্যাক্স বাবদ খরচ=৩,০০০/-, বৃদ্ধ মা, বাবার খোঁজ নেওয়া কিছু ঔষধ কিনে দেওয়া বাবদ খরচ=১,৫০০/- সর্বমোট খরচ=৪৭,৫০০/-। এই যদি হয় সংসারের অংক তাহলে এই মানুষ গড়ার কারিগরদের বর্তমান বেতনের অংকের কথা চিন্তা করে আমি আবারও হতাশা অনুভব করি।

খেলার মাঠে প্রতিবেশী চতুর্থ শ্রেণীর কর্মচারীর ছেলে-মেয়েটা যখন আমাদের শিক্ষাগুরুর অবুঝ ছেলে-মেয়ের সাথে গরুর মাংসের তরকারীর স্বাধ আর চিকেন গ্রীলের মজার কথা বলে তখন সন্ধ্যায় শিক্ষাগুরুর সম্মানটা কোথায় থাকে? এটা ভাবলেও আমি আবেগপ্লুত হই ঠিকই কিন্তু পরক্ষনেই ভাবি আমি এটা ভাবার কে? আবার প্রবল কষ্টে প্রতিজ্ঞা করি, এই নিয়ে চিন্তা করার সুযোগ কি জীবনের কোন এক সময়ে পাব?

আমি বিশ্বাস করি, শিক্ষক সুখে থাকলেই একটা দেশ পাবে গুনগত মানসম্মত নৈতিক শিক্ষিত জাতি। আর একটা নৈতিক গুনগত মানসম্মত শিক্ষিত জাতি যে কোন সময়ই একটা উন্নত দেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। নৈতিক ও কর্মমুখী মানসম্মত শিক্ষিত জাতি গঠন করতে না পারলে আমরা হতাশাগ্রস্থ নৈতিক শিক্ষাহীন শিক্ষিত বেকারদের নেশা, বেহায়াপনা আর শিক্ষিতদের দুর্নীতির অতল গহীনে হারিয়ে যাব দিনে দিনে।

-মেজর মাহফুজুর রহমান সবুজ।