জামালগঞ্জের মহালিয়া হাওরে জলাবদ্ধতা

- আপডেট সময় : ১০:৩৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
জামালগঞ্জের বৃহৎ হাওর মহালিয়া হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছ। পানি নিষ্কাশনের কোন সুইস গেইট না থাকায় এই জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ফসলী হাওরে অথৈ পানি থাকায় কৃষকরা বীজ ধান রোপন করতে পারছেন না। পানির নিচে বীজ তলা ডুবে থাকায় বিপাকে পড়েছেন কৃষককূল। এ বিষয়ে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনা কান্দি, হিজলা, তাহিরপুর উপজেলার ইগরামপুর, জগদিশপুর, নোয়াগাও, সুলেমানপুরের কৃষকরা জামালগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে একটি সারক লিপি প্রদান করেছেন। এ বিষয়ে সরজমিনে তদন্তের জন্য জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গত শুক্রবার বাধ এলাকা পরিদর্শন করছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের সাথে আলোচনা করে হিজলা গ্রামের পাশ দিয়ে হাওরের পানি নিষ্কাশনের জন্য স্থান নির্ধারণ করে দেন। জামালগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মুশফিকিন নূর জানান এ বিষয়ে হিজলা গ্রামে পাশ দিয়ে বাধের কিছু অংশ কেটে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে হাওরের পানি নেমে যাবে বলে জানান তিনি।
জামালগঞ্জের পাগনা হাওরেরও একই অবস্থা এই ব্যাপারে একটি রিপোর্ট করলে হাওরবাসী উপকৃত হবে।