ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • / 187
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্ক:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলো শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা।

তিন দিনের অবস্থান কর্মসূচিতে সরকারের সাড়া না পাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে সরকার প্রধানকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা।

বুধবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের তৃতীয় দিনের মত অবস্থান নিতে দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামসুল আলম, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজীসহ সারাদেশ থেকে আসা শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো সরকারিকরণ। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডাটাবেজ চূড়ান্ত করা। মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা।

রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা অবহেলিত। তারা প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারিকরণ দাবি করেছিলেন। কিন্তু সরকারিকরণ দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয়নি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা জানান, ২০১৮ খ্রিষ্টাব্দেরর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।

সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঐক্যজোটের মুখপাত্র মো. শামসুল আলম জানান, তিন দিনের অবস্থান কর্মসূচিতে চার জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন, ভোলার প্রধান শিক্ষক নাছরিন আক্তার, নাজমা আক্তার, কুমিল্লার প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং টাঙ্গাইলের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন।
সূত্র: দৈনিক শিক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা আজ

আপডেট সময় : ০২:১৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

আমার সুনামগঞ্জ ডেস্ক:

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ, রেজিস্ট্রেশন পাওয়া মাদরাসাগুলো শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা।

তিন দিনের অবস্থান কর্মসূচিতে সরকারের সাড়া না পাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন তারা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে সরকার প্রধানকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেছেন নেতারা।

বুধবার সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের তৃতীয় দিনের মত অবস্থান নিতে দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক এ অবস্থান ধর্মঘটে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামসুল আলম, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজীসহ সারাদেশ থেকে আসা শিক্ষকরা।

শিক্ষকদের দাবিগুলো হলো, প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো সরকারিকরণ। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডাটাবেজ চূড়ান্ত করা। মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা।

রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ঐক্য জোটের সদস্যসচিব তাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা অবহেলিত। তারা প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারিকরণ দাবি করেছিলেন। কিন্তু সরকারিকরণ দূরের কথা, এমপিওভুক্ত পর্যন্ত হয়নি।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা জানান, ২০১৮ খ্রিষ্টাব্দেরর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে শিক্ষকদের আশা ও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন।

সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঐক্যজোটের মুখপাত্র মো. শামসুল আলম জানান, তিন দিনের অবস্থান কর্মসূচিতে চার জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা হলেন, ভোলার প্রধান শিক্ষক নাছরিন আক্তার, নাজমা আক্তার, কুমিল্লার প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং টাঙ্গাইলের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন।
সূত্র: দৈনিক শিক্ষা।