সুনামগঞ্জ ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা সাজ্জাদ খান গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য শিবিরের স্মারকলিপি সুমেক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান শিবিরের নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থার ২০২৫ সেশনের কমিটি গঠন অধ্যক্ষ আলী নূরের সহধর্মিণীর মৃত্যু : বিভিন্ন মহলের শোক সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সুজনের মানববন্ধন মধ্যনগরের বৌলাই নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বিশ্বম্ভরপুরে গ্রাম উন্নয়ন ‘খাস কমিটি’র দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন তাহিরপুর সীমান্তে পৌনে ৭ লক্ষ টাকার ভারতীয় ফুসকা জব্দ জগন্নাথপুর সাচায়ানী নন্দিরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

শান্তিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

মান্নার মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

উপজেলা কোঅর্ডিনেটর সোহেল আহমদ বলেন গ্রাম আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”

তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে সহজলভ্য করতে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো।”

পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন আমাদের গ্রাম আদালতের উদ্দেশ্য হলো, গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। অনেক সময় আমরা দেখি, সাধারণ মানুষ বড় আদালতে মামলা করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হন। অথচ, গ্রাম আদালতে এলে সহজেই আইনি সহায়তা পাওয়া যায় এবং এখানে কোনো ধরনের দালাল বা বাড়তি খরচের ঝামেলা নেই। আমি সকল গ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন, তাহলে গ্রাম আদালতে আসুন। আমরা আপনাদের পাশে আছি এবং আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত।

সোহেল আহমদ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সকলের সহায়তা কামনা করেন।

এই আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

One thought on “শান্তিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

  1. ধন্যবাদ সংবাদ কর্মী ভাই কে বস্তুনিষ্ট সাংবাদিকতা করার জন্য এবং সুন্দর ভাবে প্রতিবেদন প্রকাশ করার জন্য।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শান্তিগঞ্জে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

আপডেট সময় : ০৭:২৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও এর সুবিধাসমূহ সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, স্থানীয় পর্যায়ে সহজে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ভিডিও প্রদর্শনীর মাধ্যমে জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

উপজেলা কোঅর্ডিনেটর সোহেল আহমদ বলেন গ্রাম আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা পর্যন্ত ফৌজদারি ও দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব। এটি গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর একটি বিচার ব্যবস্থা। সকলের উচিত এই সেবার সুযোগ গ্রহণ করে আইনি জটিলতা দ্রুত সমাধান করা।”

তিনি আরও বলেন, “বিচার ব্যবস্থাকে সহজলভ্য করতে গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আমরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবো।”

পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম বলেন আমাদের গ্রাম আদালতের উদ্দেশ্য হলো, গ্রামবাসীদের দ্বন্দ্ব-সংঘাত দ্রুত নিষ্পত্তি করে ন্যায়বিচার নিশ্চিত করা। অনেক সময় আমরা দেখি, সাধারণ মানুষ বড় আদালতে মামলা করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে হয়রানির শিকার হন। অথচ, গ্রাম আদালতে এলে সহজেই আইনি সহায়তা পাওয়া যায় এবং এখানে কোনো ধরনের দালাল বা বাড়তি খরচের ঝামেলা নেই। আমি সকল গ্রামবাসীকে আহ্বান জানাচ্ছি—আপনারা যদি কোনো আইনি সমস্যায় পড়েন, তাহলে গ্রাম আদালতে আসুন। আমরা আপনাদের পাশে আছি এবং আইনের মাধ্যমে যথাযথ সমাধান দিতে প্রস্তুত।

সোহেল আহমদ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার জন্য সকলের সহায়তা কামনা করেন।

এই আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনমুখী করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।