প্রতিকার চায় এলাকাবাসী
সাচনা বাজার নদী পারাপারে চরম দূর্ভোগ

- আপডেট সময় : ০৩:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
জামালগঞ্জ উপজেলা সদরের একমাত্র ঐতিহ্য বাহী সাচনা বাজার যাওয়ার বাহন ফেরী নৌকা। সেই ফেরী ঘাট প্রতি বছর সরকারের রাজস্ব আয় হয় প্রায় দেড় কোটি টাকা।
জানা গেছে, উপজেলার জামালগঞ্জ সদর, সাচনা বাজার, ফেনারবাঁক, বেহেলী, ভীমখালী ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষের বসবাস।
এ ছাড়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ মাদরাসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।
প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। এ ছাড়া কেনাকাটা বা বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য এপার-ওপার যাতায়াত করতে হয়।
জামালগঞ্জ সাচনা বাজারে নদী পারাপারে অপরিকল্পিত ভাবে ঘাট নির্মাণ করা হয়েছে। খেয়াঘাটের সিঁড়ি খাঁড়া ও পিচ্ছিল হওয়ায় শিশু ও বৃদ্ধ লোকজন উঠানামা করতে দুর্ভোগে পড়েন। এছাড়াও মোটর সাইকেল, রিক্সা সহ মালামাল উঠা-নামা করতে প্রায়ই দুর্ঘটনার পড়ছেন লোকজন।
এই নদী পার হতে না পেরে প্রসবকালীন মা-শিশুরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে অকালে প্রাণ হারিয়েছে বলে দাবি অনেকের।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা প্রতিদিন সাচনা বাজার থেকে জামালগঞ্জে কর্মের তাগিদে ঝুঁকি নিয়ে নদী পারাপার করছি ।
রাতে কেউ অসুস্থ হলে দুর্ভোগের তো সীমা নেই। সুরমা নদীর ওপর ব্রিজ না থাকায় আমাদের বাবা-দাদা, আমরা, এখনকার ছেলে-মেয়েরা কষ্ট করে স্কুল-কলেজে যাতায়াত করছে।
অনতিবিলম্বে খেয়া ঘাটের সংস্কার সহ সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। দ্রুত খেয়াঘাটটি সংস্কার করে জনগণের দুর্ভোগ কমাতে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট দাবি জানান স্থানীয়রা।