মার্চে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স

- আপডেট সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৬৪ দশমিক ৭ শতাংশ। গত বছরের মার্চে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকাররা বলছেন, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীরা তাদের পরিবারের জন্য বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে হুন্ডির ব্যবসা চাঙ্গা ছিল। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি কমে এসেছে। আবার ব্যাংকিং চ্যানেলেই এখন ডলারের দাম বেশি মিলছে। যে কারণে এখন কেউ ঝুঁকি নিয়ে ভিন্ন পথে দেশে টাকা পাঠাতে চাইছেন না। আড়াই শতাংশ প্রণোদনা আগেও ছিল, এখনো আছে। তাই পাচার ও হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স।
প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট দুই হাজার ১৭৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৭০৭ কোটি ডলার। এ পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ।