তাহিরপুরে জব্দকৃত বাংলা কয়লা পাচারের অভিযোগে নৌকা আটক

- আপডেট সময় : ০৩:৪৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আব্দুল আলীম, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি জব্দকৃত বাংলা কয়লা পাচার হওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা, জঙ্গলবাড়ি, কলাগাঁও, চারাগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। এ সময় সরকারি ৫হাজার ৮শত মে.টন জব্দকৃত বাংলা কয়লার মধ্যে প্রায় ২ হাজার মে. টন বাংলা কয়লা পাচার হওয়ার তথ্য পাওয়া যায়।
উল্লেখ্য গত ২৮ অক্টোবর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি), সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা সীমান্ত এলাকার চারাগাঁও, কলাগাঁও, বাঁশতলা এবং জঙ্গলবাড়ি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন বাড়ির আঙ্গিনায় স্তুুপিকৃত বাংলা কয়লা জব্দ করেন তারা। ৩১ অক্টোবর নিলামের দিন ধার্য্য করে একই দিন রাতে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।
কিন্তু হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করার কারণে নিলামটি স্থগিত করা হয়। স্থগিতাদেশে আগামী ২৮ নভেম্বরের মধ্যে বিএমডিকে নিলামের কারণ দর্শানোর নোটিশ দিয়ে মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত আগামী তিনমাস মালগুলো না সরানোর নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভারতীয় চোরাই কয়লা পাচারকারীরা আজ সকাল থেকেই প্রকাশ্যে দিনের বেলায় এই জব্দকৃত কয়লা চারাগাঁও বিজিবি ক্যাম্পের সম্মুখ দিয়ে প্রায় কয়েকশো ট্রলি ভর্তি করে পাটলাই নদীতে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান প্রায় ৭/৮টি ষ্টিল বডির বাল্কহেড নৌকায় কয়লাগুলো লোড করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের চিহ্নিত চোরাকারবারি কলাগাঁও গ্রামের সাইদ আলীর ছেলে সবুজ মিয়া, জয়দর আলীর ছেলে পুলিশের সোর্স পরিচয়ধারী নজরুল ইসলাম, কলাগাঁও বাজার কমিটির সভাপতি জামাল হোসেন, ইমরুল মিয়া ও লাকমা গ্রামের রাজু মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট সকাল থেকেই বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে ট্রলিযোগে সমসার হাওরে নিয়ে যায়, সেখান থেকে ছোট নৌকায় করে শ্রীপুর বাজারের পাশে পাটলাই নদীতে বড় ষ্টীলবডির বাল্কহেড নৌকায় তুলে দেয়।
এ সময় চারাগাঁও বিওপি কমান্ডারকে অবগত করা হলে তিনি উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলে ফোন কেটে দেন। পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হলে প্রায় বেলা ১১ টার সময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই খাইরুল ইসলাম গিয়ে দুইটি ট্রলিতে থাকা ৬০-৭০ বস্তা কয়লা আটক করে ট্রলি দুইটি ছেড়ে দেন। কিন্তু কয়লা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেননি। তিনি জানান, সরকারি জব্দকৃত কয়লা পাচারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা কয়লা রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে আবার তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের নির্দেশে পাটলাই নদীতে অভিযান চালিয়ে একটি ষ্টিলবডির বাল্কহেড নৌকা আটক করা হয়। অন্য নৌকাগুলো মাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে কলাগাঁও বনিক সমিতির সভাপতি জামাল হোসেন বাংলা কয়লা পাচারের বিষয়টি অস্বীকার করে রাতে চোরাই পথে আসা বোঙ্গার কয়লা দুটি নৌকা লোড করার কথা স্বীকার করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, আটককৃত ষ্টিলবডি নৌকায় আনুমানিক ৬০/৭০ মে.টন কয়লা হতে পারে। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশন(ভূমি) আসাদুজ্জামান রনি জানান, আটককৃত কয়লা এবং এর সাথে জড়িতদের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।