ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপির পথসভা জনসভায় পরিণত বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন হাওরাঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে আমূল পরিবর্তন  করা হবে-   তোফায়েল আহমদ খান তাহিরপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প অবহিতকরণ সভা সম্পন্ন সুনামগঞ্জে নতুন সিম কেনার সময় অভিনব প্রতারণার ফাঁদ, সতর্ক থাকুন তাহিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব:: দোয়ারাবাজারে মাও. সালাম মাদানি পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজের আড্ডাখানা হবে : পীর সাহেব চরমোনাই

জামালগঞ্জের পাকনার হাওড়

জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 380
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ উপজেলার পাকনার হাওড়ের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত প্রদান করা হয়েছে। রবিবার সকালের জেলা প্রশাসক কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে দরখাস্ত তুলের দেন ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সিরাজুল হক ওলী, ফেনারবাক গ্রামের বাসিন্দা উন্নয়নকর্মী সাইফুল আলম চৌধুরী, ইনাতনগর গ্রামের রফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ।

দরখাস্ত সূত্রে জানা যায়, পাকনা হাওড়টি ফেনারবাঁক, ভীমখালী ও জামালগঞ্জ সদও ইউনিয়নের লক্ষ্মীপুর, ইনাতনগর, ফেনারবাঁক, শান্তিপুর, ভুতিয়ারপুর, সুজাতপুর, শরিফপুর, সৈয়দনগর, রামপুর, জামলাবাজ, জলিলপুর, গজারিয়া, কামধরপুর, আলীপুর, হটামারা, নাজিমনগর, উদয়পুর, কাশিপুর, কামারগাঁও, রসুলপুর, বিনাজুরা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর, খুজারগাও, মাতারগাও, রাজাপুর, সোনাপুর, চানপুর, চান্দের নগর, মাহমুদপুর, ভীমখালী, রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, বিছনা, মাখরখলা গ্রামসমূহের অধিবাসীদের বোর ফসলের হাওড়। আনুমানিক ৬৫৫০০ মেঃ টন ধান উৎপাদন সক্ষম (আবাদী ১১৫০০ হেক্টর অনাবাদী ২৯০৪ হেক্টর মোট) ১৪৪৪৮ হেক্টর বিস্তৃর্ণ হাওড় সংলগ্ন এলাকার বিশাল জলাভুমির পানি নিষ্কাশনের রাস্তা গজারিয়া ¯স্লুইস গেইট ও ঢালিয়া ¯স্লুইস গেইট পর্যন্ত নালাগুলি (খাল) পলি মাটিতে ভরাট হওয়াতে সময়মতো পানি নিষ্কাশন বিঘ্নিত হচ্ছে। যার ধরুণ ধান রোপনের স্বাভাবিক সময়ের চেয়ে কমপক্ষে ২০/২৫ দিন বিলম্ব হয়। ফলে ফসল সময়মতো উঠানো যায় না আগাম বন্যায় আক্রান্ত হওয়ার আশংকা থাকে। এছাড়াও হাওড়ের মধ্যেস্থলে অনেক জায়গায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে ফসল লাগানো সম্ভব হয়েই উঠেনা। প্রায় ৪০/৪৫টি গ্রামের হাজার হাজার মানুষ তাদের একমাত্র ফসল সময়মত রোপন করতে না পারায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় পাকনা হাওড়ের পানি নিষ্কাশনের জন্য গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া ¯ স্লুইস গেইট পর্যন্ত খাল খনন করা একান্ত প্রয়োজন।

‘হাওড় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পুনঃখননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে কাবিটা নীতিমালা-২০১৭, ‘সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩’’ এর অনুচ্ছেদ ‘‘৩.৪ স্কীম নির্বাচন জলাবদ্ধতা নিরসনে নদী/খাল পুনঃখনন এর স্কীম প্রণয়ন’’ এর আলোকে হাওড়বাসীর সমস্যা দূরীকরণার্থে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ করা জনস্বার্থে খুবই জরুরী বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

One thought on “জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

  1. বিষয়টি জনগুরুত্বপুর্ন বিধায় দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

Leave a Reply to সিরাজুল হক ওলী Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামালগঞ্জের পাকনার হাওড়

জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি

আপডেট সময় : ০৬:১৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জামালগঞ্জ উপজেলার পাকনার হাওড়ের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর দরখাস্ত প্রদান করা হয়েছে। রবিবার সকালের জেলা প্রশাসক কার্যালয়ে এলাকাবাসীর পক্ষে দরখাস্ত তুলের দেন ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সিরাজুল হক ওলী, ফেনারবাক গ্রামের বাসিন্দা উন্নয়নকর্মী সাইফুল আলম চৌধুরী, ইনাতনগর গ্রামের রফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ।

দরখাস্ত সূত্রে জানা যায়, পাকনা হাওড়টি ফেনারবাঁক, ভীমখালী ও জামালগঞ্জ সদও ইউনিয়নের লক্ষ্মীপুর, ইনাতনগর, ফেনারবাঁক, শান্তিপুর, ভুতিয়ারপুর, সুজাতপুর, শরিফপুর, সৈয়দনগর, রামপুর, জামলাবাজ, জলিলপুর, গজারিয়া, কামধরপুর, আলীপুর, হটামারা, নাজিমনগর, উদয়পুর, কাশিপুর, কামারগাঁও, রসুলপুর, বিনাজুরা, ভাটি দৌলতপুর, উজান দৌলতপুর, খুজারগাও, মাতারগাও, রাজাপুর, সোনাপুর, চানপুর, চান্দের নগর, মাহমুদপুর, ভীমখালী, রাজাবাজ, ভান্ডা, মল্লিকপুর, বিছনা, মাখরখলা গ্রামসমূহের অধিবাসীদের বোর ফসলের হাওড়। আনুমানিক ৬৫৫০০ মেঃ টন ধান উৎপাদন সক্ষম (আবাদী ১১৫০০ হেক্টর অনাবাদী ২৯০৪ হেক্টর মোট) ১৪৪৪৮ হেক্টর বিস্তৃর্ণ হাওড় সংলগ্ন এলাকার বিশাল জলাভুমির পানি নিষ্কাশনের রাস্তা গজারিয়া ¯স্লুইস গেইট ও ঢালিয়া ¯স্লুইস গেইট পর্যন্ত নালাগুলি (খাল) পলি মাটিতে ভরাট হওয়াতে সময়মতো পানি নিষ্কাশন বিঘ্নিত হচ্ছে। যার ধরুণ ধান রোপনের স্বাভাবিক সময়ের চেয়ে কমপক্ষে ২০/২৫ দিন বিলম্ব হয়। ফলে ফসল সময়মতো উঠানো যায় না আগাম বন্যায় আক্রান্ত হওয়ার আশংকা থাকে। এছাড়াও হাওড়ের মধ্যেস্থলে অনেক জায়গায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে ফসল লাগানো সম্ভব হয়েই উঠেনা। প্রায় ৪০/৪৫টি গ্রামের হাজার হাজার মানুষ তাদের একমাত্র ফসল সময়মত রোপন করতে না পারায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় পাকনা হাওড়ের পানি নিষ্কাশনের জন্য গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া ¯ স্লুইস গেইট পর্যন্ত খাল খনন করা একান্ত প্রয়োজন।

‘হাওড় এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, নদী/খাল পুনঃখননের জন্য স্কীম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে কাবিটা নীতিমালা-২০১৭, ‘সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩’’ এর অনুচ্ছেদ ‘‘৩.৪ স্কীম নির্বাচন জলাবদ্ধতা নিরসনে নদী/খাল পুনঃখনন এর স্কীম প্রণয়ন’’ এর আলোকে হাওড়বাসীর সমস্যা দূরীকরণার্থে গজারিয়া স্লুইস গেইট ও ঢালিয়া স্লুইস গেইটের নালা খননের প্রকল্প গ্রহণ করা জনস্বার্থে খুবই জরুরী বলে জানিয়েছেন তিনি।