সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে কুকুরের কামড়ে আহত ৭

নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০৫:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
পাগলা কুকুরের কামড়ে ৫ পথচারী ও ২ শিশু আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদর মধ্য তাহিরপুর রায়পাড়া গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন— মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামের সুষেন বর্মন (৫৫), দুরন্ত বর্মন (৭), আরিয়ান (৩), আয়ান (২), আল আমিন (৪৫)। অপর আহত দুইজনের নাম জানা যায়নি।
গুরুতর আহত আয়ান ও আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক ডা. ফয়েজ আহমদ নূরী।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা.মির্জা রিয়াদ হাসান বলেন, আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার দক্ষিণ শ্রিপুর ইউনিয়ন ওয়ার্ড নং আট গ্রামে মাড়ালা আমকখালি কুড়িতে অনেক গুলো কুনুর পালে গরু ছাগল এর উপর আক্রমণ করে এমনকি কি সুযোগ পেলে মানুষ এর উপর আক্রমণ করে এমনকি আমাকেও করেছে । এসব পশু এবং পশু পালিত মানুষ দের উপযুক্ত ব্যবস্থা নেয়া উচিত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি