জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পালন করতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

- আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় তার গোলাম হিসেবে প্রেরণ করেছেন। গোলাম হিসেবে মহান মালিক আল্লাহর বিধান জীবনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে।
তোফায়েল আহমদ খান বলেন, আল্লাহ আমাদেরকে খলিফার দায়িত্ব দিয়েছেন। প্রতিনিধির কাজ হলো মালিকের হুকুম যথাযথভাবে পালন করা। আমরা জীবনের কিছু ক্ষেত্রে আল্লাহর হুকুম পালন করলেও বুঝে কিংবা না বুঝে বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছেমতো জীবন পরিচালনা করি। যা একজন তাকওয়াবান মুসলমানের জন্য কোনোভাবেই প্রযোজ্য নয়।
তিনি সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের নবীনগর ইউনিটের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবীনগর ইউনিটের সভাপতি ডা. আমীর হোসেনের সভাপতিত্বে ও বায়তুলমাল সেক্রেটারি আবু সালেহ মুসার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোঃ মামুন, ওয়ার্ড আমীর রুহুল আমীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, রেজোয়ান হোসেন মানিক, আব্দুল হান্নান, মামুনুর রশীদ পীর, মোঃ শামস উদ্দীন, সাকিব আল হাসান, সুমন মিয়া প্রমুখ।