চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ারিছ আলী’র মাদরাসায় সহায়তা প্রদান

- আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় কার্পেট প্রদান করেছেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুন সমাজ সেবক মো: ওয়ারিছ আলী।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়নের শ্রীপুর গ্রামে অবস্থিত মাদ্রাসায় কার্পেট দাতা মো: ওয়ারিছ আলী নিজে উপস্থিত হয়ে মাদ্রাসার শিক্ষকদের হাতে কার্পেট তুলেদেন।
জানা যায়, শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বসে কোরআন শিক্ষাগ্রহনের সুবিধার কথা চিন্তা করে কার্পেট প্রদানের এই উদ্যোগ নেন স্থানীয় নরসিংপুর বাজারে অবস্থিত মোহাম্মদ আলী মটর সাইকেল সার্ভিসিং সেন্টার এন্ড পার্টস গ্যালারি’র স্বত্বাধিকারী তরুন সমাজ সেবক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ওয়ারিছ আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুন সমাজ সেবক ব্যবসায়ী মো: ওয়ারিছ আলী এলাকার মানুষের সেবায় সবসময় এগিয়ে আসেন। নিজের সামর্থ্য অনুযায়ী সমাজের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন।
এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে অর্থসংকটে চিকিৎসা বঞ্চিত রোগি, হতদরিদ্র পরিবারের মেয়েদের বিবাহ প্রদানে সহযোগিতাসহ সমাজের নানান সেবায় নিয়োজিত নাম আলী মোটরসের ওয়ারিছ আলী।
নরসিংপুর ইউনিয়নবাসীর প্রতি দোয়া চেয়ে ওয়ারিছ আলী বলেন, আমি সবসময় সমাজের মানুষের কল্যাণে নিজের সামর্থ অনুযায়ী পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমার প্রত্যাশা আমার এই সহযোগিতার পরিধি আরো বেশি করে বাড়াতে এলাকার মানুষ আমাকে সহযোগিতা করবেন।
এসময় শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মো:আমির হোসেন, সহকারী শিক্ষক হাফিজ আশরাফুল আলম, হাফিজ হেলাল আহমদ,
এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।