সংবাদ শিরোনাম ::
বুড়ি । জসিম উদ্দিন বিজয়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১৭০ বার পড়া হয়েছে
থৈ থৈ চাঁদনীতে জোড়া দিঘী পাড়ে,
গুইসাপ শুয়ে থাকে ঘাসবনে আড়ে।
গাছের পাতায় বাজে বাতাসের বীণ,
শস্যের প্রান্তরে সে সুর বিলীন।
রাতের আকাশ থেকে ঢেলে দিল কেউ
বাড়ির উঠোন জুড়ে জোৎস্নার ঢেউ।
সোনাকাঠি রূপাকাঠি ছুঁয়ে যায় মন,
শুচিতায় ভরা মাটি-আকাশ ভুবন।
জোৎস্নায় ধোয়া পাহাড়ের নুড়ি,
তারাফুল খই ভাজে লৌকিক বুড়ি।