সংবাদ শিরোনাম ::
গীতি কবিতা-রইস রহমান

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ১৮১ বার পড়া হয়েছে
গীতি কবিতা
—- রইস রহমান
কালো মেঘে ঢাকছে আকাশ মনে পাই না শান্তি
এই জীবনের পরিক্রমায় দেহে জমছে ক্লান্তি
মনে পাই না শান্তি।
মনে ছিলো খুব ভরসা
ভেঙে গেছে স্বপ্ন আশা
তাই তো বাড়ছে আজ হতাশা
করেছি ভুল-ভ্রান্তি, মনে পাই না শান্তি।
ভালোবাসার সুবাস দিয়ে
ভুলে রইলে দূরে গিয়ে
আমি রইলাম পথ চেয়ে
দূর করে দাও শ্রান্তি, মনে পাই না শান্তি।
মনে জাগে আজ বড় ভয়
শুরু হলো জীবনের ক্ষয়
রইসের মনে দাও দয়াময়
একটু যে প্রশান্তি , মনে পাই না শান্তি।
এই জীবনের পরিক্রমায় দেহে জমছে ক্লান্তি।