বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভা ১১ মার্চ

- আপডেট সময় : ০৩:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
দেশ বরেণ্য প্রথিতযশা সাংবাদিক সুনামগঞ্জের কৃতি সন্তান প্রয়াত পীর হাবিবুর রহমান এর নাগরিক শোকসভা১১ই মার্চ।
ঐদিন বিকাল ৩ টায় সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে (বালুর মাঠ) অায়োজিত শোকসভায় উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি, বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম), সাবেক মন্ত্রী জাপা কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নারায়নগঞ্জ-৪ আসনের এমপি শামীম উসমান, বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নাঈম নিজাম, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক রাকসু ভিপি রাগিব আহসান মুন্না, সাবেক কৃতি ফুটবলার কায়সার হামিদ।
সভায় আরও স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামজিক জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।