দারুলহুদা দাখিল মাদরাসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৫:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
সৈয়দ নাদের হোসেন, মাদরাসা প্রতিবেদকঃ
ঐতিহ্যবাহী দারুলহুদা দাখিল মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সুহেল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ জেলা কমান্ডের সাবেক সহ-কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ সলিম উল্লাহ।
বৃহস্পতিবার বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ সদর উপজেলা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দীন।
সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ নাদের হোসেন।
পরে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিজয়ীরা হলেন- ১ম পুরস্কার-সৈয়দ নাদের হোসেন (৯ম শ্রেণি), ২য় পুরস্কার-মরিয়ম আক্তার (দাখিল পরীক্ষার্থী), ৩য় পুরস্কার-তামান্না আক্তার (১০ম শ্রেণি)।
শেষে মাদরাসার পক্ষ থেকে অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।