সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের ফলচক্র অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / 170
নিজস্ব প্রতিবেদকঃ
সম্প্রতি ঘটে যাওয়া শতাব্দীর ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন মেস থেকে শিবিরের মেসে আশ্রয় নেওয়া সাধারণ ছাত্রদের নিয়ে ফলচক্রের আয়োজন করেছে জেলা ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী তাহমিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোঃ সামিরুল হক৷
❝বন্যার দূর্যোগে ছিলাম একি দূর্গে স্মৃতিগুলো চিরদিন থাকুক টিকে❞ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত ফলচক্রে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, জেলা শিক্ষা সম্পাদক মনিরুজ্জামান পিয়াস, জেলা প্রকাশনা সম্পাদক শামীম হোসেন, জেলা স্কুল ও প্রচার সম্পাদক মেহেদী হাসান তুহিন, ছাত্রনেতা ফারহার শাহরিয়ার ফাহিম, খাইরুল ইসলাম, খুরশেদ আলম মহসিন, ইয়াকুব আলী, সুমেল আহমদ, ইলিয়াস আহমদ প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি