সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ জেপি’র সাংবাদিকদের সাথে মতবিনিময়

- আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 162
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ এর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,’আমি দলের নিকট মনোনয়ন প্রত্যাশী। দল চাইলে, ভালো মনে করলে আমাকে মনোনয়ন দিবে। তবে আমার খুব আনন্দ লাগছে যে, আজ আমাকে ভালোবেসে আপনার একত্রিত হয়েছেন। চমৎকারভাবে সুনামগঞ্জের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’
দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক সেলিম আহমদ তালুকদার ও সাংবাদিক এ কে মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক আমাদের সময়’র জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার।
সাংবাদিকবৃন্দ নিজ নিজ জায়গা থেকে সুনামগঞ্জবাসীর কল্যাণে গৃহীত আব্দুল লতিফ জেপি’র সকল কাজে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় জাতীয়, আঞ্চলিক ও জেলার প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়া ও অনলাইন পোর্টালের সম্পাদক, প্রকাশক, জেলা প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকবৃন্দকে রজনীগন্ধা দিয়ে সন্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।