বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ শুনানী ৭ সেপ্টেম্বর

- আপডেট সময় : ১১:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা না করায় আগামী ৭ সেপ্টেম্বর বুধবার শুনানীর তারিখ ধার্য্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে গত ৪ আগস্ট নিরাপত্তা কর্মী, নৈশ প্রহরী ও আয়া পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় নিরাপত্তা কর্মী পদে মোঃ সজিব মিয়া, নৈশ প্রহরী পদে মোঃ শরিফুল ইসলাম এবং আয়া পদে সারুল আক্তার প্রথম হন।
৫ সদস্য নিয়োগ কমিটির মধ্যে সভাপতি আমির শাহ ব্যতীত অপর ৪ সদস্য ফলাফল শিটে স্বাক্ষর করেন। এ ঘটনায় নৈশ প্রহরী পদে প্রার্থী মোঃ শরিফুল ইসলাম রানা, আয়া পদে প্রার্থী সারুল আক্তার ও নিরাপত্তা কর্মী পদে প্রার্থী মোঃ সজিব মিয়া মঙ্গলবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির শাহ’র বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ এনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়ে শুনানীর জন্য আগামী ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় নিয়োগ কমিটির সভাপতি সম্পাদকসহ ৫ সদস্যকে উপস্থিত থাকার জন্য বলেছেন।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, আগামী ৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় নিয়োগ কমিটির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য ইউএনও কার্যালয় থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়টি সমাধানের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর শুনানীর তারিখ ধার্য্য করা হয়েছে।