সুনামগঞ্জ সদর উপজেলায় স্কুল, মাদরাসার গ্রীষ্মকালীন খেলা ৭ ও ৮ সেপ্টেম্বর

- আপডেট সময় : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / 218
নিজস্ব প্রতিবেদকঃ
৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ের খেলা আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ সদর পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থের পরিচালনায় ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন কমিটির সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ তালুকদার, কৃষ্ণ নগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, রঙ্গারচর-হরিণাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আব্দুশ শহীদ, সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রুহুল আমীন, ইসমাঈল হোসেন, আবুল কাশেম আজাদ, শামসুল ইসলাম, মোঃ বুরহান উদ্দিন, মোঃ মহিবুর রহমান, নাজমা সুলতানা, রওশন আরা রুবি, তসলিম বেগম, শুতপা রানী দাস, মোঃ সুহেল আলম, রিপন চন্দ্র সরকার প্রমুখ।