দেশকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র্যাব কাজ করছে- র্যাব মহাপরিচালক

- আপডেট সময় : ১০:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দুর্গম হাওর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সুনামগঞ্জে স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছে। জেলার ১১ টি উপজেলার বাসিন্দারা র্যাব ক্যাম্পের সেবা পাবেন। বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হিসেবে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জকে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত র্যাব কাজ করছে। সন্ত্রাস মাদক জংগিবাদ চোরালানকারীদের বিরুদ্ধে র্যাব কঠোর অবস্থানে রয়েছে।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায় র্যাপিড একশ্যান ব্যাটেলিয়ন র্যাবের স্থায়ী ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার বেলা ১ টায় তিনি ভারচুয়ালি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোমিনুল হক, অতি. পুলিশ সুপার বসু দত্ত চাকমা, ব্যাটালিয়ন সদর দপ্তর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, অপারেশন কর্মকর্তা সিঃ এসপি সৌমেন মজুমদার, সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।