সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

- আপডেট সময় : ১২:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলা প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার ভাইস চেয়ারম্যান তাহমিদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফোরামের পৃষ্ঠপোষক মেহেদী হাসান তুহিন, স্কুল বিভাগ পরিচালক ইলিয়াস আহমদ, স্থানীয় ফোরাম প্রতিনিধি ইয়াকুব আলী, সুমেল আহমদ প্রমুখ।
উক্ত বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৭০জন মেধাবীকে বৃত্তি প্রদান করা হয়েছে, যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ২২জন, সাধারণ ক্যাটাগরীতে ১৯জন ও বিশেষ ক্যাটাগরীতে ২৯জন।
উল্লেখ্য, ১৮ই নভেম্বর ২০২২ তারিখে সুনামগঞ্জ জেলার অন্তর্গত শতাধিক স্কুল এবং মাদরাসার অষ্টম, নবম ও দশম শ্রেনীর সর্বমোট আড়াই হাজার শিক্ষার্থী জেলার মোট ১২টি পরীক্ষাকেন্দ্রে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা নিম্নে দেওয়া হলো:
Talentpool (22)
11017 2117 2179 2218 2226 2227 2256 2257 2261 2369 2375 2391 2412 3013 5017 5078 5079 6008 6027 6072 8126 9073
General (19)
2155 2232 2344 2385 2438 2503 2517 2519 4014 5061 5085 5123 5124 5126 5131 6007 6039 6063 6117
Special (29)
1034 1041 1091 11052 12009 12050 2124 2137 2138 2177 2183 2214 2225 2233 2313 2395 3012 3136 5004 5075 5080 5129 8001 9074 10019 7029 2367 8172 8073