সংবাদ শিরোনাম ::
সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতার সন্মাননা পেলেন সুনামগঞ্জের সৈয়দা ফারহানা ইমা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- / 248
ডেস্ক নিউজঃ
সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ৫ টি ক্যাটাগরীর মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে সন্মাননা লাভ করেছে সুনামগঞ্জের সফল নারী উদ্যোক্তা সৈয়দা ফারহানা ইমা। সুনামগঞ্জ জেলা থেকে এই প্রথম এই ক্যাটাগরীতে পুরস্কার অর্জিত হলো।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে আয়োজিত সভায় বিশেষ অতিথি হাসানুজ্জামান কল্লোল সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয় আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি।
সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড: মো মোশাররফ হোসেন।
উল্লেখ্য, ইতোপূর্বে ও সৈয়দা ফারহানা ইমা সফল নারী উদ্যোক্তা হিসেবে একাধিক পুরস্কার লাভ করেছেন।













