জামালগঞ্জের হটামারা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের পাশে সুনামগঞ্জ জেলা জামায়াত
- আপডেট সময় : ০২:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / 280
জামালগঞ্জ থেকে ফিরে…
জামালগঞ্জের হটামারা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সুনামগঞ্জ জেলা জামায়াতজামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হটামারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জ জেলা জামায়াত।
শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিদর্শনে করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও পৌর জামায়াতের আমীর এডভোকেট মোঃ নূরুল আলম, জামালগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ হাবিবুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি সিরাজুল হক ওলী, সেক্রেটারি ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মুহিত, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়নের সভাপতি মোসায়েল মিয়া, সেক্রেটারি আব্দুস সালাম প্রমুখ।
পরে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।
উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে ৪০টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।












