বালিজুরী মিনি ক্রাশার মালিক সমিতির সভাপতি সাজিদ ও সম্পাদক তোফাজ্জল

- আপডেট সময় : ০৩:০৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
ইমতিয়াজ আহমদ, তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী মিনি কাসার সমিতির নির্বাচনে সভাপতি পদে সাজিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার(২২মার্চ) সকালে থেকে উপজেলার আনোয়ারপুর বাজারে একটি মার্কেটের কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সাজিদ মিয়া ২১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহমুদ আলী ১৬ভোট পেয়েছেন।
অপর দিকে, সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনির হোসেন ১৭ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্বে ছিলেন,মাষ্টার করিম উল্লাহ,বালিজুরী মিনি কাসার সমিতির আহবায়ক কমিটির সভাপতি লুৎফুল হক। এছাড়াও সমবায় অফিসার আশীষ আর্চাজি। নির্বাচনে ফলাফল ঘোষণা করেছেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন।
তিনি জানান,নির্বাচনে দুটি পদে ব্যাপক প্রচার প্রচারণা হয়। আজ উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৮জন। ভোট দিয়েছেন ৩৭জন ভোটার। সভাপতি পদে সাজিদ মিয়া ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।