ইতালি থেকে দেড় মাস পর আবু তালহার লাশ দেশে, দাফন সম্পন্ন

- আপডেট সময় : ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
তৈয়বুর রহমানঃঃ
ইউরোপের দেশ ইতালিতে পারি জমাতে গিয়ে ২৮ ফেব্রুয়ারি ভরফের ঠান্ডায় মারা যান আবু তালহা। দীর্ঘ ১মাস বিশ দিন পর ১৬ এপ্রিল পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় লাশটি দেশে এনে দাফন সম্পন্ন করা হয়।
আবু তালহা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের জলসি গ্রামের মাস্টার খলিলুর রহমান ছেলে আবু।
বিদেশের মাটিতে পরোপকারী আবু তালহার মৃত্যুর খবর শুনে পরিবার, জলসীসহ আশেপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে। প্রিয় তালহার চেহারা একবার হলেও দেখার জন্য অপেক্ষায় ছিলেন বাবা মা আত্মীয় স্বজনসহ সবাই।
দীর্ঘ প্রচেষ্টা ও অপেক্ষার পর ১৬ এপ্রিল রবিবার আবু তালহার লাশ এসে বাড়িতে পৌঁছে। এসময় পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। বাদ আছর জলসী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
আবু তালহার পিতা মাস্টার খলিলুর রহমান জানান, আমার ছেলের লাশ দেশে আনতে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। ছেলের জন্য দোয়া চাই আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।