সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ-৩ আসনে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করে দিয়েছিল দলটি।
.
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর এবং দক্ষিন সুনামগঞ্জ উপজেলা) আসনে মনোনয়নপত্র জমা দিয়ছেন ৪ জন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবীর রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
.
শনিবার, রবিবার এবং সোমবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন তারা।