তাহিরপুর সদর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৩:৪৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
গতকাল রবিবার গোবিন্দ শ্রী ও রতন শ্রী ইউনিট কর্তৃক আয়োজিত তাহিরপুর সদর ইউনিয়নে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে
গোবিন্দশ্রী ও রতনশ্রী ইউনিট সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিল সঞ্চালন করেন গোবিন্দশ্রী ও রতনশ্রী ইউনিট সেক্রেটারি সালাতুল্লা আখন্জি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা শাহাজান আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তাহিরপুর উপজেলার সভাপতি সালেহ আহমদ নাজির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর টুরিস্ট নৌকা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আবিকুল ইসলাম।
বক্তারা বলেন আত্মসমর্পণের মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের মান উন্নয়নে মাধ্যমে আল্লাহ তায়ালার নিকট থেকে আমাদের গুনাহ সমূহ যেন মাফ করতে পারি এই তৌফিক কামনা করে। স্বাধীনতার মাস হিসেবে দেশের শ্রমজীবী মানুষ স্বাধীনতার পিছনে অনেক ভূমিকা রেখেছিল।