পুসাস’র আয়োজনে সেমিনার ও আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১২:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / 338
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সুনামগঞ্জ (পুসাস) কর্তৃক আয়োজিত সেমিনার ও আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।
৫ মে রোজ রবিবার সকাল ১১ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সেমিনারে সুনামগঞ্জ জেলার বিভিন্ন কলেজের এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সেমিনার নিয়ে ব্যাপক আগ্রহ এবং চাঞ্চল্য লক্ষ্য করা যায়।

.
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের আইডিয়া কনটেস্ট পরীক্ষা নেওয়া হয় এবং পরবর্তীতে অনুষ্ঠিত সেমিনারে এইচএসসিতে ভালো ফলাফল করা ও বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার উপায় নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারটি পরিচালনা করে পুসাসের সদস্য এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা।












