গোবিন্দনগর ফজলিয়া মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন

- আপডেট সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
মাদরাসা প্রতিবেদক:
ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা‘র আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে ‘স্মৃতি স্মারক’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসা‘র অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস ছোবহান এর সভাপতিত্বে ও আলিম পরীক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহ-সভাপতি, মাদ্রাসা’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা আব্দুস সালাম আল-মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা’র সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুমিন, আরবি প্রভাষক মাওলানা ওয়ালি উল্লাহ, সহকারী মৌলভী মাওলানা শহীদুল ইসলাম মোশাররফ, সহকারী শিক্ষক (ইংরেজি) মো. জাকির হোসেন।
পরীক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ মো. আলী ইসতিয়াক, মোছা. তাহসিনা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা‘র প্রভাষক (ইংরেজি) মো. রাজিবুর রহমান, সহকারী শিক্ষক (গণিত) মো. জমাত উল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা সদরুল আমিন, শিক্ষক মাওলানা সামছুল ইসলাম, ইবতেদায়ী ক্বারী মো. আব্দুল হাকিম, আল-ফজল ছাত্র সংসদের সাবেক ভি.পি ডা. হাফিজ বিলাল হোসেন প্রমুখ।
.
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন আলিম পরীক্ষার্থী আবু জাফর ছারওয়ার, ইসলামি সংগীত পরিবেশন করেন আলিম পরীক্ষার্থী তাহসিনুর রহমান তামিম।