শিক্ষার্থী বলৎকারের ঘটনায় শিক্ষক বরখাস্ত

- আপডেট সময় : ০৯:০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
উপজেলার নরসিংপুর ইউনিয়নের স্থানীয় নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহে নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের এক শিক্ষার্থীর সাথে বলৎকার করেন হিফজ বিভাগের শিক্ষক হাফেজ ইমাদ উদ্দিন। পরে গত শনিবার (১২ অক্টোবর) মাদ্রাসা কর্তৃপক্ষ এক সভায় ওই শিক্ষককে বরখাস্ত করেন।
তবে এ ঘটনায় তার আর কোন শাস্তির ব্যবস্থা করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। নরসিংপুর গ্রামের বাসিন্দা ইমাদ উদ্দিন আনজুমানে তালামিযে ইসলামীয়ার সাবেক নেতা ও বর্তমান আল-ইসলাহ এর নেতা।
যোগাযোগ করতে গেলে ব্যক্তিগত মোবাইলে সংযোগ করা যায়নি ঐ শিক্ষকের।
তবে বলৎকারের ঘটনায় ওই শিক্ষককে বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান।