ছাতকের দোলারবাজারে জামায়াতের বিশাল জনশক্তি সমাবেশ

- আপডেট সময় : ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
ছাতকের দোলারবাজারে ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকান্ড ও জুলাই ২০২৪ গণবিপ্লবে হত্যাকারীদের বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২ ঘটিকায় দোলারবাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল- মাদানী।
দোলারবাজার ইউনিয়ন জামায়াতের আমীর জাবেদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা ইমরুল হাসান জাফরীর পরিচালনায় উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, শাহপরান থানা জামায়াতের শাহেদ আলী, ছাতক উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল আউয়াল, সিলেট জালালাবাদ জামায়াতের কর্ম পরিষদ সদস্য ওবায়দুল হক শাহীন।
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর সালাউদ্দিন, জামায়াতে নেতা ফরিদ উদ্দিন, জেলা শিবির অর্থ সম্পাদক তোহা, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন জামাতের আমীর আরফাত হাসান রাহাত, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটার এটিএম আব্দুল তাহিদ, ছাত্রশিবির দক্ষিণের সভাপতি ফাহিম ও নাজমুল হোসেন প্রমূখ।