দোয়ারাবাজারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

- আপডেট সময় : ০৪:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দোয়ারাবাজার উপজেলা’র একংশ (মিজান গ্রুপ) উদ্যোগে আয়োজিত যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক পালন শেষে শিরনী খাওয়ার সময় (দুপুরের খাবার) পানি খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এতে খবর পেয়ে তাৎক্ষনিক দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে এসল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা হলেন, উপজেলার দোয়ারাবাজার গ্রামের লালু দাস’র পুত্র চঞ্চল দাস (২২)। নরসিংপুর ইউনিয়নের শ্রিপুর গ্রামের
আকবর আলী’র পুত্র মারুফ আহমদ (১৮) ও মৃত মুক্তার আলী’র পুত্র আশরাফুল (২০)।
বুধবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে উৎস হোটেলের সামনে এঘটনা ঘটে।
জানা যায়- দোয়ারাবাজার উপজেলা সদরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর গ্রুপ’র উদ্যোগে আয়োজিত যুবদলের প্রতিষ্টাবার্ষিকী পালন শেষে শিরনী খাওয়ার সময় উপজেলার সদরের লালু দাস’র পুত্র চঞ্চল দাস (২২), নরসিংপুর ইউনিয়নের আব্দুল কাইয়ুমের পুত্র নানু মিয়ার মধ্যে পানি খাওয়াকে কেন্দ্র করে দু’জনের কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের লোকজনের উপস্থিতিতে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু’পক্ষের তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও স্থানীয়
নেতাকর্মীদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষকারী দু’পক্ষই মিজানুর রহমান চৌধুরীর (মিজান গ্রুপের) নামধারী নেতা।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।