উত্তর শ্রীপুর ইউনিয়নে জামায়াতের সীরাত মাহফিল

- আপডেট সময় : ০১:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন মা’হাদুদ দা’ওয়া আল-ইসলামিয়া চার গাঁও জয়পুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সিহাব উদ্দিন ও পরিচালনা করেন গোলাম কিবরিয়া ।
আজ ৩১ (অক্টোবর) সন্ধ্যায় মা’হাদুদ দা’ওয়া আল-ইসলামিয়া চার গাঁও জয়পুর মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা আমীর সুনামগঞ্জ ১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, তাহিরপুর উপজেলা আমীর অধ্যাপক মোঃ রুকন উদ্দিন, উপজেলা ছাড়া গাঁও বড়ছড়া শুল্ক স্টেশন আমদানি কারক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা তরবিয়ত সেক্রেটারি তৈয়বুর রহমান হোসেন, উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি সালেহ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শ কে হৃদয়ে ধারণ করে সমাজের পরিবর্তন আনতে হবে।