তাহিরপুরে পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

- আপডেট সময় : ০৯:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাহিরপুর উপজেলা বি এনপি নেতা কর্মীরা পৃথক পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কামরুজ্জামান কামরুল সমর্থীত নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে।
পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন।
এসময় বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া মাষ্টার, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বালিজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমিল মিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আলী আহমেদ, দ্বীন মাহমুদ, শাহীন মিয়া, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না সহ অসংখ্য নেতৃবৃন্দ ।
অপরদিকে আনিসুল হক সমর্থীত নেতা কর্মী সমর্থকরা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাদের দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে মিলিত হন। তাদের মধ্যে বক্তব্য রাখেন, বাদাঘাট ইউনিয়ন বি এনপির সভাপতি রাখাব উদ্দিন, উপজেলা কৃষক দল আহব্বায়ক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক এনাম সদস্য সচিব আবু সায়েম,যুগ্ম সম্পাদক আবুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সেচ্চাসেবকদল সভাপতি শাহিন মিয়া,সাধারণ সম্পাদক হাবিব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল,এই বিপ্লবে বন্দি দশা থেকে মুক্ত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন। আর সেজন্যই জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম।