সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বিআরডিবির সভাপতি জুবায়ের পাশা হিমুর পদত্যাগ

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 145
ধর্মপাশা উপজেলায় বিআরডিবির অধীনে থাকা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতির পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন জুবায়ের পাশা হিমু। তিনি উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদেও রয়েছেন। বৃহস্পতিবার (১৪নভেম্বর) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যা হচ্ছিল। তাই মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই ম্বেচ্ছায় আমি পদত্যাগ করেছি।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল বলেন, এ সংক্রান্ত পদত্যাগপত্র আমি পেয়েছি। এ ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।