সুনামগঞ্জ ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জেলা পুলিশের ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধা ক্রমের ভিত্তিতে সর্বমোট ৭২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ কোটায় ৬৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় ২ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাধারণ কোটায় ১১ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জনকে।

বুধবার (২০ নভেম্বর ২০২৪) রাত সাড়ে ৯টায় এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গতকাল সকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গতকাল এবং আজ দিনব্যাপী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সমাজের নানা স্তরের মানুষ, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী সন্তানেরা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছেন। এ নিয়োগ তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রার্থীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এই নিয়োগ তাদের জীবনে নতুন অধ্যায় রচনা করেছে।

নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন।

সুনামগঞ্জ জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এ মোট ২৫১০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষার মাধ্যমে ৫৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ২০৩ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ জেলা পুলিশ এ নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছে। নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ যোগ্যতা ও মেধা ভিত্তিক সঠিক নিয়মে সম্পন্ন করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জেলা পুলিশের ট্রেইনি রিক্রুটিং কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত

আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধা ক্রমের ভিত্তিতে সর্বমোট ৭২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ কোটায় ৬৯ জন, মুক্তিযোদ্ধা কোটায় ২ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে সাধারণ কোটায় ১১ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ জনকে।

বুধবার (২০ নভেম্বর ২০২৪) রাত সাড়ে ৯টায় এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, গতকাল সকালে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গতকাল এবং আজ দিনব্যাপী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সমাজের নানা স্তরের মানুষ, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেধাবী সন্তানেরা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছেন। এ নিয়োগ তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।

পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রার্থীরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এই নিয়োগ তাদের জীবনে নতুন অধ্যায় রচনা করেছে।

নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক হলে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত হবেন।

সুনামগঞ্জ জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ সেপ্টেম্বর-২০২৪ এ মোট ২৫১০ জন প্রার্থী আবেদন করেন। প্রাথমিক কাগজপত্র যাচাই ও মাঠ পরীক্ষার মাধ্যমে ৫৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ ২০৩ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ জেলা পুলিশ এ নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেছে। নিয়োগ প্রক্রিয়ার সকল ধাপ যোগ্যতা ও মেধা ভিত্তিক সঠিক নিয়মে সম্পন্ন করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তি