তাহিরপুরের বালিজুরী ইউনিয়নে কৃষক সমাবেশ

- আপডেট সময় : ১১:৫২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বালিজুরী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বালিজুরী ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলেনুর মিয়ার সভাপতিত্বে ও কৃষক দলের তাহিরপুর উপজেলার সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলার কৃষকদের আহ্বায়ক সিলেট বিভাগীয় কৃষকদের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের তাহিরপুর উপজেলা আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আবুল কালাম আজাদ, কৃষক দলের উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ।
বালিজুরী ইউনিয়নের কৃষক দলের সমস্যা নিয়ে আলোচনা করেন সামায়ুন কবির, আজাদ মিয়া, সাজিদ মিয়া, আনোয়ার আলী, কাউছার মিয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বিশেষ কৃষক ঋণ কর্মসূচি, জাতীয় বীজ অধ্যাদেশ, কৃষি সংস্কার কর্মসূচি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে কথা বলেন।
অসাধারণ উদ্যোগ