বিশ্বম্ভরপুরে ৯৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ১২:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পুরানগাও এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৯৩টি ভারতীয় মদের বোতলসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে আরও একজন গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পুরানগাঁও গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ একাব্বর বাদশা, মতিউর রহমানের ছেলে মোঃ নিহাম উদ্দিন।
সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ইসরাফিল খাঁন জানান যৌথবাহিনীর মাদক দ্রব্য উদ্ধার অভিযান ২৩ নবেম্বর রাত ৮.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পুরানগাওস্থ কুড়েরপাড় ব্রীজ সংলগ্ন রাস্তায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছে। তাৎক্ষণিক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে মাদকভর্তি বস্তাসহ ২ জনকে আটক র্যাব।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ ওসি কাওসার আলম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হইয়েছে।