জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

- আপডেট সময় : ১২:৩০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, জগন্নাথপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড।
পুষ্পস্তবক অর্পণ করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউসার আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, রাপ্রুচাই মারমা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন- এলজিইডি জগন্নাথপুর কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সূত্রধর।
এদিকে, বিকেলে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জগন্নাথপুর মডেল মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় সাড়ে ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।