সংবাদ শিরোনাম ::
দোয়ারা বাজারে সম্প্রতি বিনষ্ট করায় গ্রেফতার -৪

আ সু ডেস্ক :
- আপডেট সময় : ১২:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 131

শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস নামে একটি ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেয়া হয়। এই পোস্টের জেরে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আকাশ দাসকে আটক করে নিয়ে আসার সময় স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর করে।
এতে আরও বলা হয়, এরপর পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আজ শনিবার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।