শাহজালাল জামেয়ায় কিশোরকণ্ঠের ২ টি বৃত্তি অর্জন

- আপডেট সময় : ০৩:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
শিশু কিশোরদের জাতীয় মাসিক পত্রিকা কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এ অবতীর্ণ হয়ে দোয়ারাবাজার উপজেলার স্থানীয় রামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া ষষ্ঠগ্রাম দাখিল মাদরাসায় ২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহিল কাওসার সপ্তম শ্রেণিতে এবং মোছা: আয়েশা সিদ্দিকা ষষ্ঠ শ্রেণিতে মেধাবৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমন সাফল্যে অভিভাবক মহলে যেমন বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে, তেমনি অনুপ্রাণিত হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা।
শাহজালাল মাদরাসার অধ্যক্ষ বলেন, জেলা পর্যায়ে আল মদিনা একাডেমির শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা সত্যি আনন্দিত। কিশোরকন্ঠের এমন উদ্যোগকে স্বাধুবাদ জানাই।
উল্লেখ্য,গতকাল রবিবার (২২ ডিসেম্বর) কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা কর্তৃক প্রকাশিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃত্তিপাপ্ত শিক্ষার্থীরা রামপুর গ্রামের বাসিন্দা।